মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

এক্সপ্লেইনার

যুক্তরাষ্ট্রে শাটডাউন: ইতিহাস, কারণ ও প্রভাব


USA Shutdown

১৯৭৬ সালের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২০ বার অর্থায়ন ঘাটতি হয়েছে, যার মধ্যে ১০ বার ঘটেছে শাটডাউনের টনা। সবচেয়ে দীর্ঘ শাটডাউন হয়েছিল টানা ৩৫ দিন।

বুধবার নতুন বাজেট বিল পাস করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে অপ্রয়োজনীয় বিবেচিত সরকারি কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন।

সাম্প্রতিক এই অচলাবস্থাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ব্যাপক হারে সরকারি কর্মচারী ছাঁটাই করার। অন্যদিকে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা বাজেট বরাদ্দ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে আছে। ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা, সামাজিক কর্মসূচি ও বৈদেশিক সহায়তা রক্ষা করতে চাইছে, আর রিপাবলিকানরা ব্যয় কমানোর দাবি তুলেছে।

এই প্রথম নয়—এর আগে বহুবার ওয়াশিংটনে এমন বাজেট অচলাবস্থা তৈরি হয়েছে।

শাটডাউন কী?
কংগ্রেস বাজেট অনুমোদনে ব্যর্থ হলে সরকারের অনেক কার্যক্রম বন্ধ থাকে, যতক্ষণ না নতুন ব্যয় পরিকল্পনা পাস হয়। যুক্তরাষ্ট্রের অর্থবছর ১ অক্টোবর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হয়, তাই সাধারণত এই সময়েই শাটডাউন বেশি ঘটে।

কতবার এমন ঘটনা ঘটেছে?
বর্তমান বাজেট প্রক্রিয়া ১৯৭৬ সালে চালু হয়। এরপর থেকে ২০ বার অর্থায়ন ঘাটতি দেখা দিয়েছে, যার মধ্যে ১০ বার শাটডাউনের ঘটনা ঘটেছে। অর্থায়ন ঘাটতি মানে হলো বাজেট বা অস্থায়ী খরচের অনুমোদন (কন্টিনিউয়িং রেজলিউশন) নির্ধারিত সময়ে পাস না হওয়া।

শাটডাউন ঘটে তখনই, যখন অর্থায়ন ঘাটতির কারণে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

১৯৮০ সালের আগে অর্থায়ন ঘাটতি হলেও সরকার কাজ চালিয়ে যেত। কিন্তু ১৯৮০ সালে তৎকালীন অ্যাটর্নি জেনারেল বেঞ্জামিন সিভিলেত্তি রায় দেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো সরকারি সংস্থা অর্থ ব্যয় করতে পারবে না। তখন থেকে কেবল জরুরি সেবা—যেমন জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও বিমান চলাচল নিয়ন্ত্রণ—চলতে থাকে।

সর্বশেষ শাটডাউন কবে হয়েছিল?
২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত প্রাচীরের জন্য ৫ বিলিয়ন ডলার বরাদ্দ নিয়ে দ্বন্দ্বে পড়ে শাটডাউনের ঘটনা ঘটে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন, যা স্থায়ী হয়েছিল ৩৫ দিন।

শাটডাউন চলাকালে কী হয়?
অপ্রয়োজনীয় সরকারি সেবা বন্ধ হয়ে যায়।
অনেক সরকারি কর্মচারী বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এবং বেতন পান না।
সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও বিমান চলাচল নিয়ন্ত্রণকর্মীরা কাজ চালিয়ে যান, তবে তারাও বেতন পান না যতক্ষণ না বাজেট অনুমোদিত হয়।

তথ্য: আল জাজিরা

নিউজ পাওয়া যায়নি