সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১২:১৯ অপরাহ্ন
শেয়ার

১৬ বছরে পা রাখলো ‘গুগল’


google birthdayজনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল পা রাখলো ১৬ বছরে। শনিবার গুগলের সুইট সিক্সটিন বার্থ ডে সেলিব্রেশনে গুগল ডুডলের লোগোয় জানান দিচ্ছে ‘সাবালক’ হওয়ার পথে গুগল। অ্যানিমেটেড ডুডলে দেখা যাচ্ছে, ‘জি’ ও ‘এল’ অক্ষরটি অন্যদের তুলনায় বেশ খানিকটা বড়।

১৯৮৮ সালে ল্যারি পেজ ও সার্জ ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন। যদিও এই সার্চ ইঞ্জিনের জন্মদিন নিয়ে রয়েছে মতভেদ। তবে এর আগে ৭ ও ৮ সেপ্টেম্বর জন্মদিন পালন করত গুগল।

নিউজ পাওয়া যায়নি