সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৮ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
শেয়ার

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


italy-protest

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ইতালিকে মানবাধিকারের দেশ হিসেবে পরিচিত হলেও, সাম্প্রতিক সময়ে সেখানে বাংলাদেশি প্রবাসীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ছয় মাসে সন্ত্রাসী আক্রমণে তিনজন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

গেল দুই মাস আগে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন এক বাংলাদেশী ব্যবসায়ী এবং তার দুই বন্ধু। হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর রেহাই পান তিনি। কিন্তু রেশ কাটতে না কাটতে ১৭ অক্টোবর ইতালির রাজধানী রোমে পেরুভিয়ান সন্ত্রাসীদের হামলার শিকার হন আরও এক বাংলাদেশী ব্যবসায়ী।

এই ঘটনায় নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়ে রোমে প্রবাসী বাংলাদেশীরা বিক্ষোভে অংশ নেন। সোমবার (২৭ অক্টোবর) জধানী রোমের বাঙালি অধ্যুষিত এলাকা তুসকোলানা পার্কে আয়োজিত প্রতিবাদ সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের ব্যানারের মাধ্যমে তারা হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘আমরা নিরাপদে থাকতে চাই, বাঁচতে চাই এবং আমাদের শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই। আমরা সহিংসতা চাই না।’ তারা আরও জানান, বাংলাদেশিরা ইতালির অর্থনীতিতে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে, অথচ বারবার বৈষম্য ও হামলার শিকার হচ্ছে।

প্রতিবাদ সভায় বাংলাদেশি প্রবাসীরা ইতালির আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করার জন্য উভয় দেশের সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

নিউজ পাওয়া যায়নি