শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৩০ নভেম্বর ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, যা জানা জরুরি


italy

ছবি: সংগৃহীত

আগামী তিন বছরে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অন্তত পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ইতালি। দেশটির নতুন ২০২৬–২৮ ফ্লো ডিক্রি অনুমোদনের পর অভিবাসনপ্রত্যাশী কর্মীদের জন্য আনুষ্ঠানিকভাবে নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে সরকার।

ইতালির শ্রমবাজারে দীর্ঘদিন ধরে কর্মী সংকট দেখা দেওয়ায় এই উদ্যোগকে ইতালির অর্থনীতি সক্রিয় রাখার বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিবহন, কৃষি, নির্মাণ, সরবরাহ ব্যবস্থা, পর্যটনসহ বেশ কয়েকটি খাতে শ্রমিকের ঘাটতি পূরণের লক্ষ্যেই এই বিশাল নিয়োগ পরিকল্পনা।

যেসব খাতে কর্মী নেওয়া হবে

🔶 ফ্লো ডিক্রি অনুযায়ী নিম্নলিখিত খাতে প্রচুর বিদেশি কর্মী নেওয়া হবে—
🔶 পরিবহন ও সরবরাহ
🔶 ধাতব ও যান্ত্রিক কাজ
🔶 পর্যটন
🔶 কৃষি ও কৃষিজ প্রক্রিয়াজাত পণ্য
🔶 নির্মাণ
🔶 উৎপাদন খাত

এই খাতগুলোতে আগামী তিন বছর ধরে ধাপে ধাপে কর্মী নেওয়া হবে, যেখানে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ অগ্রাধিকার পাবে।

উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য বাড়তি সুযোগ: শুধু শ্রমিক নয়, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিল্পী, স্টার্ট-আপ ও স্ব-নিয়োজিত ব্যক্তিদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে। উচ্চ দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগকে আকৃষ্ট করতে এই সুযোগ তৈরি করা হয়েছে।

ইতালির সঙ্গে সহযোগিতায় নিরাপদ অভিবাসনচুক্তিতে থাকা দেশগুলো বিশেষ সুবিধা পাবে। এ ছাড়া অগ্রাধিকার পাবেন—

🔶 রাষ্ট্রহীন ব্যক্তি ও শরণার্থী
🔶পরিবার-সহায়তা ও স্বাস্থ্য–সেবা খাতে অভিজ্ঞ কর্মী
🔶ভেনিজুয়েলা বা নির্দিষ্ট তালিকাভুক্ত দেশে বসবাসকারী ইতালীয় বংশোদ্ভূত ব্যক্তি
🔶ইতালির অভিবাসন প্রশিক্ষণ প্রকল্পে অংশ নেওয়া কর্মীরা

ইতালি এবার ফ্লো ডিক্রির মাধ্যমে বেশ কিছু নতুন সুবিধা চালু করেছে—

🔶 নতুন নতুন খাতে কর্মসংস্থানের সুযোগ
🔶 আবেদনকারী দেশগুলোর মধ্যে প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি
🔶 নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি
🔶 উচ্চ দক্ষ কর্মীদের জন্য বিশেষ ভিসা কোটা ও ইনসেনটিভ
🔶 কিছু ক্ষেত্রে স্টাডি পারমিট → ওয়ার্ক পারমিট রূপান্তরের সুযোগ
🔶 সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুততর করা
🔶 কেন এই নিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে

বিশ্লেষকেরা বলছেন, ইতালির শ্রমবাজারে কর্মীর সুযোগ বাড়লেও— প্রতারণা, অতিরিক্ত কমিশন, নথিপত্র জালিয়াতি এবং নিয়োগ–পরবর্তী শোষণ এসব ঝুঁকি এখনও সম্পূর্ণ কমেনি। তাই আবেদনকারী বিদেশি নাগরিকদের সচেতন থাকতে এবং শুধুমাত্র অনুমোদিত এজেন্সি ও বৈধ মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইতালির নতুন ফ্লো ডিক্রি বাংলাদেশসহ বহু দেশের কর্মীদের জন্য বড় একটি সুযোগ তৈরি করেছে। আগামী তিন বছরে পাঁচ লাখ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইতালির শ্রমবাজারে নতুন পরিবর্তন আনবে। তবে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আবেদনকারীদের সতর্কতা এবং সঠিক তথ্য জানা জরুরি।