মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৫ নভেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ন
শেয়ার

নাইজেরিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের সফল মিশন


bd-doctors

নাইজেরিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের সফল মিশন

নাইজেরিয়ায় সফলভাবে ১১ দিনব্যাপী একটি চিকিৎসা মিশন সম্পন্ন করেছেন বাংলাদেশি চিকিৎসকদের একটি দল। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান চিলড্রেন কার্ডিয়াক ক্যাথ ফাউন্ডেশন (সিসিসিএফ)–এর উদ্যোগে আয়োজিত এ মিশনটি অনুষ্ঠিত হয় গত ১৫ থেকে ২৬ অক্টোবর, দেশটির আনামবরা রাজ্যের ওরাইফিতে অবস্থিত একটি হাসপাতালে।

এই মিশনে অংশ নেন বাংলাদেশ থেকে সিসিসিএফের চিফ অপারেটিং অফিসার ডা. শামিমুর রহমান এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. রেজওয়ানা রিমার নেতৃত্বে একটি দল। দলে আরও ছিলেন ডা. খালিদ খান, ডা. বিশ্বজিৎ চক্রবর্তী, আজগর আলী এবং রবিউল ইসলাম।

মিশনের আওতায় নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত ১১ জন শিশুর হৃদযন্ত্রের ছিদ্র সারানোর ক্যাথেটার প্রক্রিয়া (কার্ডিয়াক ক্যাথ) সম্পন্ন করা হয়। পাশাপাশি ৫৯ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও মূল্যায়ন করা হয়।

এই চিকিৎসা কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশি চিকিৎসকদের এমন অংশগ্রহণ নাইজেরিয়ায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করেছে এবং দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার করবে।

উল্লেখ্য, সিসিসিএফ যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যা ২০২১ সাল থেকে ‘বেসিক নিডস প্রোগ্রাম’ নামে কাজ করছে। সংস্থাটি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ৩০০ জনের বেশি শিশুর হৃদযন্ত্রের ছিদ্র সারাতে আর্থিক সহায়তা দিয়েছে এবং সম্প্রতি নেপালেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে।

নিউজ পাওয়া যায়নি