সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ১৪ নভেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শেয়ার

মালদ্বীপে বাংলাদেশিসহ ৬৬ অভিবাসী গ্রেফতার


maldives

ছবি: সংগৃহীত

মালদ্বীপে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ মোট ৬৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির প্রশাসন। স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) রাতে রাজধানী মালেতে কারাঙ্কা রোডসহ আশপাশের এলাকায় পুলিশ ও অভিবাসন কর্তৃপক্ষ যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

মালদ্বীপ অভিবাসন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। সেখানে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিল।

অভিযানে টাস্কফোর্স মোট ৩৪৭ জন অভিবাসীর ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত নথি যাচাই করে। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬৬ জনকে আটক করা হয়, যাদের বেশিরভাগই বাংলাদেশি।

প্রতিবেদনে বলা হয়, বৈধ ভিসা ছাড়া মালদ্বীপে বসবাসকারী বিদেশিদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর লক্ষ্যেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে। স্থানীয়দের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে এসব পদক্ষেপ জরুরি বলে জানায় কর্তৃপক্ষ।

এছাড়া মালদ্বীপ অভিবাসন কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে দেশটিতে ‘ফ্রি’ বা উন্মুক্ত ভিসাধারী অভিবাসীর সংখ্যা দ্রুত বেড়ে গেছে। এ ধরনের শ্রমিকরা নিবন্ধিত প্রতিষ্ঠানের বাইরে কাজ করছেন, কেউ কেউ স্বাধীনভাবে ব্যবসা করছেন এবং অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।