সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২০ জানুয়ারী ২০১৫, ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার

কেমন আছেন ৭০ এ মা হওয়া সেই নারী


Omkari-Singh

৬ বছরের সন্তানের সঙ্গে ওমকারি সিং (৭৬) এবং চরণ (৮৯) দম্পতি।

৭০ বছর বয়সে সন্তান প্রসব করে আলোচনায় এসেছিলেন ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা ওমকারি সিং। বর্তমানে তার বয়স ৭৬ বছর। ২০০৮ সালে যমজ ছেলে সন্তান প্রসব করেছিলেন তিনি।

চরণ (৮৯) এবং ওমকারি সিং (৭৬) দম্পতি ৬ বছর আগে তাদের সংসারে জন্ম নেওয়া সন্তানদের নাম রাখেন, আকাশবানি ও বারসাত। ৪ বছর বয়সে অজ্ঞাত কারণে হঠাৎ বারসাতে মৃত্যু হয়। তবে সুস্থ অবস্থায় জীবন-যাপন করছে ৬ বছরের আকাশবানি।

ওমকারি সিং বলেন, এখন আমার ৬ বছরের ছেলে সন্তান আছে, তাই আমি খুবই খুশি। এই অনুভূতি বলে বোঝানোর মতো না। আমি আকাশবানিকে নিয়ে বাইরে গেলে অনেকেই আমাদের সম্পর্কে বিষয়ে প্রশ্ন করে।

তিনি বলেন, জনসাধারণ ধারণা করেন, আকাশবানি আমার নাতি। আমার কাছে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে, আনন্দের সঙ্গে বলি, আকাশবানি আমার ছেলে।

Omkari-Singh2

রান্নার কাজে ব্যস্ত ওমকারি সিং। পিছনে খেলায় মত্ত শিশু আকাশবানি।

ওমকারি বলেন, গত ২ বছর আগে সম্পূর্ণ সুস্থ অবস্থায় হঠাৎ বারসাতের মৃত্যু হয়। আকাশবানিকে লালনের জন্য যৌথভাবে সংগ্রাম করছি আমি এবং আমার স্বামী চরণ।

বতর্মানে যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও ছেলে আকাশবানির বিয়ে পর্যন্ত জীবিত থাকার আশা প্রকাশ করেন ওমকারি সিং।

সৌজন্যেঃ অর্থসূচক