রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৬ ফেব্রুয়ারী ২০১৫, ৬:৫০ অপরাহ্ন
শেয়ার

মান্নার চরিত্র হননে মাঠে নেমেছে সরকার : নাগরিক ঐক্য


nagorikনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ক্লিন ইমেজ নষ্ট করার জন্য আইনত ও আইনবহির্ভূত সকল উপায়ে তার চরিত্র হননে মাঠে নেমেছে সরকার বলে দাবি করেছে নাগরিক ঐক্য। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয় নাগরিক ঐক্যের পক্ষ থেকে।

বিবৃতিতে বলা হয়, মান্নার প্রতি ষড়যন্ত্রমূলক আচরণ সারাদেশের মানুষের মনে অন্যায়ের বিপক্ষে সমবেদনার অনুরণন সৃষ্টি করছে। যা সরকারের ভেবে দেখা প্রয়োজন।

আরো উল্লেখ করা হয়, একটি মহলের প্রত্যক্ষ মদতে ছাত্রলীগের উশৃঙ্খল কর্মীরা ডাকসু সংগ্রহশালায় সাবেক ভিপি মান্নার ছবি ও নামফলক ভেঙেছে, পুড়িয়েছে ও অবমাননা করেছে।

অবিলম্বে মান্নার মুক্তির দাবি করে দলটি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডাকসু সংগ্রহশালায় মান্নার ছবি পুনঃস্থাপন ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয় বিবৃতিতে।