যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারি নিয়ে তদন্তকে কেন্দ্র করে তাকে বরখাস্ত করা হল।
হোয়াইট হাউজ জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের ভিত্তিতেই প্রসিডেন্ট ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে কংগ্রেসের শুনানিতে হিলারির ইমেইল নিয়ে কোমি পুরোপুরি সঠিক তথ্য দেননি- এমন তথ্য বেরিয়ে আসার পর হোয়াইট হাউজের এই পদক্ষেপ এল।
প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১৩ সালের সেপ্টেম্বরে জেমস কোমি এফবিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পান। এফবিআই প্রধানরা সাধারণত ১০ বছরের জন্য দায়িত্ব পান। সেই হিসেবে তার মেয়াদ পূর্ণ হতে আরও ছয় বছর বাকি ছিল।
























