মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২২ মে ২০২৫, ২:০৫ অপরাহ্ন
শেয়ার

ঢাকায় আজ একাধিক রাজনৈতিক কর্মসূচি, দীর্ঘ যানজট


 

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একাধিক রাজনৈতিক কর্মসূচি হচ্ছে। একাধিক স্থানের এই কর্মসূচিতে যানজট সৃষ্টি হয়েছে।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিএনপির নেতা-কর্মীরা গতকাল বুধবার রাতভর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাকরাইল মসজিদের সামনের মোড়ে বিএনপির নেতা-নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। বিএনপির নেতা-কর্মীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।

কর্মসূচির কারণে কাকরাইল মসজিদের সামনের মোড়, মৎস্য ভবনসংলগ্ন মোড়সহ সংশ্লিষ্ট সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।

একই দাবিতে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আজও ইশরাকের পক্ষে বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা। কর্মসূচির কারণে গতকালও নগর ভবনের সব ফটকে তালা ঝুলছিল। এতে নাগরিক সেবা কার্যক্রম বন্ধ ছিল। এ ছাড়া নগর ভবনের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। আজও তা হওয়ার আশঙ্কা আছে।

আজ সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। ছাত্রদলের এই কর্মসূচি হবে সংগঠনটির নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে।

নিউজ পাওয়া যায়নি