মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৫ জুন ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শেয়ার

সিইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক


সিইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে বৈঠকটি হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

বৈঠকে জামায়াতের পুনরায় নিবন্ধন সনদ পাওয়া এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জামায়াতে ইসলামী সূত্র জানিয়েছে।

নিউজ পাওয়া যায়নি