মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৯ জুন ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শেয়ার

উত্তরায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে ৩ পথচারী নিহত


রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর ট্রাক উঠে গিয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত (২৩), ব্যবসায়ী নাসিমুল হক (৩২) ও জাবেদ আলী খান (৫৫)।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

নিউজ পাওয়া যায়নি