মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩০ জুন ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন
শেয়ার

আর্কেশিয়া স্থাপত্য পুরস্কারের চূড়ান্ত পর্বে নির্ঝরের ‘চাবি’


আর্কেশিয়া স্থাপত্য পুরস্কারের চূড়ান্ত পর্বে নির্ঝরের ‘চাবি’

স্থাপত্যের জন্য এশিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কার আর্কেশিয়া স্থাপত্য পুরস্কার-২০২৫ এর ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। তাঁর নকশা করা একক ফ্যামিলি রেসিডেন্সিয়াল প্রজেক্ট ‌‘চাবি’র জন্য তিনি এই মনোনয়ন পান।

স্থপতি এনামুল করিম নির্ঝর সিস্টেম আর্কিটেক্টস-এর প্রধান স্থপতি।

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে এনামুল করিম নির্ঝর নিজেই এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমরা গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশের একমাত্র প্রকল্প হিসেবে আমাদের ‘চাবি (CHAABI)’ প্রকল্পটি সম্মানজনক আর্কেশিয়া অ্যাওয়ার্ডস ফর আর্কিটেকচারে (ARCASIA Awards for Architecture) চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে।

তিনি আরও লেখেন, ‘চাবি’ প্রকল্পটি ছিল এক আবেগ, স্মৃতি ও সংযোগের যাত্রা—প্রকৃতির সঙ্গে, স্থানের সঙ্গে এবং যাদের জন্য এটি নির্মিত, সেই মানুষের সঙ্গে গভীরভাবে জড়িত একটি চিন্তাশীল নির্মাণ।

নিউজ পাওয়া যায়নি