মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩০ জুন ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার

পররাষ্ট্রসচিবের সঙ্গে নেপালি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


পররাষ্ট্রসচিবের সঙ্গে নেপালি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আজ দুপুরে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। দুই পক্ষই বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক আগ্রহের নানা বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় এনার্জি খাতে সহযোগিতার অগ্রগতি ও ভবিষ্যতে জলবিদ্যুৎ প্রকল্পে সম্ভাব্য অংশীদারত্বের বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন, যোগাযোগ, শিক্ষা এবং জনসাধারণের মধ্যে সরাসরি সম্পর্ক বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরাম—বিশেষ করে সার্ক (SAARC), বিমস্টেক (BIMSTEC) ও জাতিসংঘের (UN) প্ল্যাটফর্মে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর দুই পক্ষ গুরুত্বারোপ করেন।

নিউজ পাওয়া যায়নি