
প্রতীকী ছবি
আজ বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লেগেছিল। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, ভোর ৫টার দিকে মামুন প্লাজার ৩ তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সকাল সাড়ে সাতটার দিকে বলা হয়, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির তথ্য পরে জানাবে ফায়ার সার্ভিস।




















