
আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করে আইন-শৃংখলা বাহিনী।
বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে মানিকগঞ্জের পুলিশ। মানিকগঞ্জে তার নামে দুটি মামলা আছে।
গত ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে দুদক। ৩ অক্টোবর তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপর ১৮ ডিসেম্বর দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।




















