
প্রান্তিক নারী কৃষকদের ক্ষমতায়নে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকা) অনুদান দিচ্ছে দ্য রকফেলার ফাউন্ডেশন। এই অর্থ দিয়ে বাংলাদেশ, লাইবেরিয়া, তানজানিয়া ও উগান্ডার ৩০ লাখ নারী কৃষক এবং তাদের পরিবারকে ২০৩০ সালের মধ্যে জলবায়ুজনিত ঝুঁকি থেকে রক্ষা করতে একটি নতুন কর্মসূচি বাস্তবায়ন করবে ব্র্যাক।
প্রথম ধাপে বাংলাদেশের উপকূলীয় ও খরাপ্রবণ এলাকায় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু হবে। এখানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য, অভিযোজনমূলক বীমা এবং বাজার সংযোগসহ একটি সমন্বিত সেবা প্যাকেজের আওতায় আনা হবে। বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী ধাপে আফ্রিকার দেশগুলোতে এই মডেল বিস্তার করা হবে।
রকফেলার ফাউন্ডেশনের এশিয়া অঞ্চলের প্রধান দীপলি খান্না বলেন, প্রান্তিক কৃষকদের শুধু টিকে থাকার নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুযোগ তৈরির ক্ষমতা অর্জনে সহায়তা করাই আমাদের লক্ষ্য।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, স্থানীয়ভাবে পরিচালিত উদ্ভাবন বৃহৎ পরিসরে বাস্তবায়ন করলে কোটি মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব।”
ব্র্যাক এই উদ্যোগ বাস্তবায়নে ৩০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যে কাজ করছে, যা প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
এই উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং তথ্যভিত্তিক বিশ্লেষণকে গুরুত্ব দিয়ে টেকসই সমাধানের দিকে এগোতে চায় ব্র্যাক।




















