মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১২ জুলাই ২০২৫, ৮:০২ অপরাহ্ন
শেয়ার

‘৫ কোটি টাকা চাঁদা না পেয়ে’ পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি



‘পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে’ রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ‘চাঁদা না দেওয়ায়’ পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ–বিক্ষোভের মধ্যে এ ঘটনা ঘটলো।

গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম বলেন, ২৫-৩০ জন সন্ত্রাসী ত্রাস সৃষ্টির জন্য শুক্রবার বিকালে আলাব্দিরটেক গুলি করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে তাদের প্রতিষ্ঠানে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তি। চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার বিকেলে একদল লোক তাদের প্রতিষ্ঠানে হামলা চালায়। গুলি বর্ষণ করে। গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান জানান, প্রায় তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। তাদের পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জামিলের নেতৃত্বে দুই দফায় প্রতিষ্ঠানটিতে হামলা চালানো হয়।

তিনি বলেন, “হামলাকারীরা আমাদের অফিসের সিসি ক্যামেরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। শুক্রবারও ২৫ থেকে ৩০ জনের একটি দল আবার হামলা ও গুলি চালায়।”

নিউজ পাওয়া যায়নি