মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৩ জুলাই ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
শেয়ার

বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজট


রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। তাদের দাবি, ঢাকা মেট্রো লাইসেন্সধারী ৩ হাজার সিএনজির বাইরেও অতিরিক্ত সিএনজির চলাচলের অনুমতি দিতে হবে।

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন। ফলে মহাখালী-বনানী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। আশপাশের সড়কগুলোতেও যানজটের প্রভাব পড়ে।

বিক্ষোভে অংশ নেওয়া চালকরা জানান, সিএনজিচালিত অটোরিকশার নির্দিষ্ট রুট নির্ধারণ এবং অতিরিক্ত লাইসেন্সের অনুমতির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক চালক কাফনের কাপড় পরে বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দিচ্ছেন না।

এ বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, “সিএনজি চালকরা ঢাকা-ময়মনসিংহ সড়কের বনানী অংশ অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।”

তিনি আরও জানান, “চালকদের দাবি অতিরিক্ত সিএনজির অনুমতি দেওয়া। বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তসাপেক্ষ। বিআরটিএ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, তারা ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। সিদ্ধান্ত এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

নিউজ পাওয়া যায়নি