মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৩ জুলাই ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
শেয়ার

আইন-শৃংখলা অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার যুবদলের বিক্ষোভ


বৃহস্পতিবার যুবদলের বিক্ষোভ

সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ এই কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়েছে।

আগামী ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল-দৈনিক বাংলা-প্রেসক্লাব-কদম ফোয়ারা-মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রতিটি জেলা ও মহানগরেও একই কর্মসূচী পালিত হবে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কর্মসূচী ব্যাপকভাবে সফল করতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

নিউজ পাওয়া যায়নি