মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
ডেস্ক রিপোর্ট রাজধানী ১৪ জুলাই ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন
শেয়ার

মুজিববাদ ও চাঁদাবাজির পাহারাদার এখন বিএনপি: নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজনমূলক চেতনায় পরিণত হয়েছে, যা দেশের অগ্রগতির পথে বড় বাধা। তার দাবি, আজ সেই মুজিববাদকেই রক্ষার দায়িত্ব নিচ্ছে বিএনপি, যারা ইতোমধ্যেই ‘চাঁদাবাজদের দলে’ পরিণত হয়েছে।

সোমবার পটুয়াখালীর শহীদ হৃদয় তরুয়া চত্বরে এক সমাবেশে তিনি বলেন, “মুজিববাদী সংবিধান বাংলাদেশকে এগোতে দেয়নি। অথচ এখন সেই সংবিধান টিকিয়ে রাখার জন্য বিএনপিই নতুন পাহারাদার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বিএনপি আজ চাঁদাবাজ আর মুজিববাদের পাহারাদার— এই পাহারাদারকে প্রতিহত করতে হবে।”

নাহিদ ইসলাম স্পষ্ট করেন, জাতীয় ঐক্যের পক্ষে এনসিপি থাকলেও, যেসব শক্তি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় কিংবা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে দাঁড়ায়, তাদের সঙ্গে কোনো ঐক্য সম্ভব নয়।

তিনি বলেন, “আমরা ঐক্য চাই, কিন্তু কোনো ষড়যন্ত্রকারীর সঙ্গে নয়। আমাদের পদযাত্রা চলবে, যত বাধাই আসুক না কেন। আপনারা ভয়কে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যান— জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে আছে।”

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তা এখনো চলছে। আমাদের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা অব্যাহত রয়েছে, যেন আমরা দুর্বল হয়ে পড়ি।”

বাইরের শক্তির হুমকির প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, “আমরা বারবার বলে এসেছি, শত্রু দেশের ভেতরে নয়, বাইরে। কিন্তু বিভাজনের রাজনীতির মাধ্যমে আমাদের ভেতরেই অবিশ্বাস ও অনৈক্য তৈরি করা হয়েছে। তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

তিনি অভিযোগ করেন, “আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে মিথ্যাচার চলছে। অভ্যুত্থানের নেতৃত্বকে দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ আমরা যখন জেলায় জেলায় যাচ্ছি, হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এই গণসমর্থনের মাধ্যমেই আমরা ষড়যন্ত্রের জবাব দেব।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নাহিদা সরোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও জহিরুল ইসলাম মুছা প্রমুখ।

এর আগে সার্কিট হাউজ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের নিউমার্কেট, সদর রোড, নতুন বাজার, লঞ্চঘাট, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী ও পৌরসভা কাজীপাড়া হয়ে হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে এনসিপি নেতারা জুলাই অভ্যুত্থানে শহীদ হৃদয় তরুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিউজ পাওয়া যায়নি