মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৯ জুলাই ২০২৫, ৩:১২ অপরাহ্ন
শেয়ার

জামায়াতের সমাবেশে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা


শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশে শুরু হয়। স্বাধীনতা-উত্তর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত।

জামায়াতে ইসলামী তাদের এই জাতীয় সমাবেশ দলের ফেরিফায়েড ফেসবুকে সরাসরি সম্প্রচার করছে। যেখানে যুক্ত করা হয়েছে ইশারা ভাষা। বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করছেন।

নিউজ পাওয়া যায়নি