মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২১ জুলাই ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
শেয়ার

সিএমএইচে আহত ৯ জন চিকিৎসাধীন, মৃত আনা হয় ১৪ জনকে: সেনাবাহিনী


সিএমএইচে আহত ৯ জন চিকিৎসাধীন

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ৯ জন আহত ব্যক্তি সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং পাইলটসহ ১৪ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এছাড়া, উদ্ধারকাজে অংশ নিয়ে আহত ১৪ জন সেনাসদস্য, ১ জন পুলিশ সদস্য এবং ১ জন ফায়ার সার্ভিস সদস্য সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এই হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সিএমএইচ, ঢাকার অনুসন্ধান নম্বর: ০১৭৬৯০১৪৫৩৮

নিউজ পাওয়া যায়নি