
গত ১৬ জুলাই ২০২৫ তারিখে গোপালগঞ্জ জেলা সদরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পূর্বনির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়সহ আনুষঙ্গিক অন্যান্য ঘটনা উদঘাটনের জন্য সাবেক বিচারপতি ড. মোঃ আবু তারিকের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যার হলেন- জননিরাপত্তা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।
কমিশনকে তিন সপ্তাহের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।




















