
ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দিতে চীনের জরুরি চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছেছে। হুবেই প্রদেশের উহানের থার্ড হসপিটাল থেকে আগত পাঁচ সদস্যের দলটিতে রয়েছেন বার্ন বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স।
২৪ জুলাই রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমারজেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সৈয়দা জাসমিন সুলতানা মিল্কি।
চিকিৎসক দলটি ২৫ জুলাই সকাল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তা দেবেন।




















