মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৬ জুলাই ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন
শেয়ার

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় কাজ করছে চীনা চিকিৎসক দল


বিমান বিধ্বস্তের

রাজধানীতে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত রোগীদের চিকিৎসা সেবা দিতে দগ্ধদের চিকিৎসায় বাংলাদেশ, সিঙ্গাপুর ও ভারতের মেডিকেল টিমের সঙ্গে এক যোগে কাজ করেছে চীনা চিকিৎসক দল।

বাংলাদেশে সফরে থাকা চীনের উহান থার্ড হাসপাতালের মেডিকেল টিম বাংলাদেশ ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চীনা চিকিৎসকরা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ঘা সংক্রমণ প্রতিরোধ এবং নিয়মিত যত্নের পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি আহত রোগীদের অবস্থা পর্যবেক্ষণ, ক্ষত পরিষ্কার ও ড্রেসিং পরিবর্তনে সহায়তা, আর্টারিয়াল পাংচার এবং অস্ত্রোপচারের নির্দেশনাও দেন।

নিউজ পাওয়া যায়নি