
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ইতিমধ্যে ৩৫ কনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার আরও দুজনের মৃত্যু হয়। এদের একজন শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) এবং অন্যজন স্কুলের কর্মী মাসুমা (৩২)।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের ৪০ জন এখনও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ৯ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের বেশির ভাগই স্কুলের শিক্ষার্থী। এছাড়া মারা গেছেন যুদ্ধবিমানের পাইলট, স্কুলের দুই শিক্ষক, একজন অফিস সহায়ক ও দুইজন অভিভাবক।




















