
কথাসাহিত্যিক মোস্তফা কামাল
সমধারা সাহিত্য পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল। কথাসাহিত্য বিভাগে তিনি এ পুরস্কার পাচ্ছেন।
এ ছাড়া কবিতাসাহিত্যে কবি আদ্যনাথ ঘোষ ও শিশুসাহিত্যে বিজ্ঞানী ও প্রবাসী ছড়াকার ধনঞ্জয় সাহার নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সমধারা সম্পাদকীয় বোর্ড এবারের পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সমধারা ১২তম কবিতা উৎসবে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসেবে সমধারা স্মারক, নগদ অর্থ এবং উৎসব সংখ্যা তিন গুণীকে নিবেদন করে প্রকাশিত হবে। এ ছাড়া গুণীদের সাহিত্যকর্ম নিয়ে একটি প্রযোজনা উৎসবের দিন উপস্থাপন করা হবে।
ঘোষণা সভায় উপস্থিত ছিলেন সমধারা সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল, কবি নজমুল হেলাল, সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন।
ইতিপূর্বে সমধারার ১১টি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ছায়ানটে ১২তম উৎসব অনুষ্ঠিত হবে। সাহিত্য পুরস্কার এ উৎসবের প্রধান কেন্দ্রে থাকে। যেখানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কবি, সাহিত্যিকদের সম্মাননা দেওয়া হয়।




















