সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৩০ জুলাই ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
শেয়ার

জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২২৭ কোটি ডলার


Remitanceচলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ৭ কোটি ৮৫ লাখ ডলার।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ।

তিনি আরও বলেন, শুধু ২৯ জুলাই এক দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন আট কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।