
বেগম খালেদা জিয়া ।। বাংলা টেলিগ্রাফ গ্রাফিক্স
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য কেবলমাত্র দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমে উপস্থাপন করবেন বলে জানিয়েছে দলটি।
শনিবার (১ ডিসেম্বর) দলের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মাধ্যমে ভিন্নমুখী ও অযাচিত তথ্য প্রচারের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে যাচাইবিহীন, অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিএনপি বলছে, দলের চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে সর্বশেষ অবস্থা জানতে সাংবাদিকরা শুধুমাত্র ডা. জাহিদ হোসেনের আনুষ্ঠানিক ব্রিফিং ও বক্তব্যকেই নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচনা করবেন।
দলটি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।





























