
রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসা দিতে আসা চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশে ফিরে যাচ্ছেন। গত ২৪ জুলাই রাতে তারা বাংলাদেশে আসেন এবং ২৫ জুলাই থেকে স্থানীয় ডাক্তারদের সাথে মিলে আহতদের চিকিৎসা সেবা প্রদান শুরু করেন।
এ সময় তারা জটিল অপারেশন, ক্ষত পরিচর্যা এবং সংক্রমণ রোধে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করেন। এই বিশেষজ্ঞ দলটি সিঙ্গাপুর ও ভারত থেকে আসা মেডিকেল টিমের সাথেও সমন্বয় করে একটি সমন্বিত চিকিৎসা পরিকল্পনা করেন।
চীনের উহান থার্ড হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের ডাক্তার ও নার্সের পাঁচ জনের দলটি বাংলাদেশের মানুষের সাদর আমন্ত্রণ ও ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। তারা বাংলাদশের দগ্ধরোগীদের চিকিৎসা ব্যবস্থারও বেশ প্রশংসা করেছেন।
চীনে পোড়া রোগীর চিকিৎসায় তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করা হয়। যা উদ্ভাবনী ও খরচ সাশ্রয়ী। এই চিকিৎসা পদ্ধতিটি পরবর্তীতে বাংলাদেশি ডাক্তারদের অবহিত করার কথা জানিয়েছেন বিশেষজ্ঞ দলে থাকা একজন চিকিৎসক।




















