মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩১ জুলাই ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শেয়ার

ইয়ার্কির আয়োজনে ‘বিদ্রুপে বিদ্রোহ’


ইয়ার্কির আয়োজনে ‘বিদ্রুপে বিদ্রোহ’

জুলাই ২০২৪, স্বৈরাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ৩৬ দিনের ঐতিহাসিক গণঅভ্যুত্থান। এতে প্রাণ দিয়েছেন বহু নির্ভীক, আহত হয়েছেন অগণিত মানুষ। রক্তস্নাত সেই জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রুপ হয়ে উঠেছিল প্রতিরোধের অন্যতম হাতিয়ার। জনমানুষের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস, স্লোগান, ছবি, ভিডিও ফুটেজ, কার্টুন, মিম ও ছাত্র-জনতার আঁকা গ্রাফিতিতে খুঁজে পাওয়া যায় সেইসব বিদ্রুপের নিদর্শন।

গণঅভ্যুত্থানের সেসব বিদ্রুপ ও ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস, স্লোগান, ছবি, ভিডিও ফুটেজ, কার্টুন, মিম ও গ্রাফিতি নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হয়েছে ভিন্নধারার এক প্রদর্শনী ‘বিদ্রুপে বিদ্রোহ’। স্যাটায়ার ম্যাগাজিন eআরকি’র আয়োজনে প্রদর্শনীটি চলবে ৫ আগস্ট (৩৬ জুলাই) পর্যন্ত প্রতিদিন ৩টা থেকে রাত ৮টা।

উদ্বোধনী পর্বে আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ ও ইয়ার্কির সম্পাদক সিমু নাসের

প্রদর্শনীতে আরও থাকছে গণঅভ্যুত্থানের গান, কবিতা, ভিডিওচিত্র, ড্রামা কুইনের লাইভ ড্রামাসহ হরেক লাইভ অ্যাক্টিভিটি; সঙ্গে নিয়ে যাওয়ার জন্য নানা স্যুভেনির।

এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং এটি একযোগে স্মরণ, প্রতিরোধ এবং রাজনৈতিক জীবনে ব্যঙ্গের চিরকালীন ভূমিকা নিয়ে আলোচনার একটি ক্ষেত্র হয়ে উঠতে চায়। এমনটাই মনে করেন আয়োজন সংশ্লিষ্টরা।

প্রথম দিনেই ‘বিদ্রুপে বিদ্রোহ’ বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড়ে জমজমাট হয়ে ওঠে।

নিউজ পাওয়া যায়নি