সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১ অগাস্ট ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
শেয়ার

চীনের বাজারে বাংলাদেশের আমের মিষ্টি সুবাস, বাণিজ্যে নতুন সম্ভাবনা


চীনের বাজারে বাংলাদেশের আমের মিষ্টি সুবাস

চীনের হুনান প্রদেশের চাংশার এক রঙিন ফলের বাজারে আমের গন্ধে মুগ্ধ গুই জিরং ও তার বন্ধুরা। বাজারে সাজানো বাংলাদেশের আম দেখিয়ে বিক্রেতারা জানালেন—এসব আমের গুণগত মান ও স্বাদ বিশ্বজুড়ে প্রশংসিত, এবং এর বেশ কিছু জাত বিশ্ববিখ্যাত।

“প্রথমে আমি একটু দ্বিধায় ছিলাম, কারণ আমগুলোর খোসা খানিকটা দাগযুক্ত ও অসমান লাগছিল— মনে হচ্ছিল পুরোপুরি ‘পারফেক্ট’ না। কিন্তু একটা খাওয়ার পর আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি, অসাধারন!” জানান গুই জিরং।

“ভেতরের শাঁস অবিশ্বাস্যভাবে মসৃণ ও মিষ্টি, আর এতে আছে দারুণ গাঢ় ট্রপিক্যাল স্বাদ। কোনো আঁশ নেই। এখন চেহারা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই—আমি অপেক্ষা করছি এগুলো অনলাইনে আসার জন্য।”

চীন ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার সাথে সাথে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিছু আমের জাত সম্প্রতি প্রবেশ করেছে চীনের বাজারে। বাংলাদেশের আম সুস্বাদু মসৃণতা, উচ্চমাত্রার চিনি ও ট্রপিক্যাল সুবাসের জন্য বিখ্যাত।

চলতি বছরের জুনের শুরুতে এসব উন্নত মানের আম চীনের বাজারে আনা হয়, এবং ব্যবসায়ীরা জানান, সেগুলো চীনা ভোক্তাদের মন জয় করছে।

বাংলাদেশের মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনূর কামাল, যিনি উন্নতমানের আম সরবরাহ করেন, জানান, চীনের বাজারে আম রপ্তানির সুযোগ পেয়ে তার বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

“গত কয়েক বছর ধরে আমরা চীনা অংশীদারদের কাছে আম রপ্তানির আগ্রহ প্রকাশ করেছি,” কোহিনূর কামালকে উদ্ধৃত করে চায়না ডেইলি জানায়। “কিন্তু জি-টু-জি (সরকারি পর্যায়ের) প্রটোকল না থাকায় আগে তা সম্ভব হয়নি।”

চায়না ডেইলি থেকে অনূদিত