সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১ অগাস্ট ২০২৫, ৬:২০ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন


জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক কমানোর আলোচনায় নেতৃত্ব দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাওজুল কবির লেখেন, “দেশের অভ্যন্তরীণ পণ্যমূল্য স্থিতিশীলতা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনায় তিনি (বশিরউদ্দীন) নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন, সমালোচকদের হতাশ করেছেন।”

গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করেন বিশ্বের ৫৭টি দেশের ওপর, যার মধ্যে বাংলাদেশের পণ্যের ওপর বসে ৩৭ শতাংশ বাড়তি শুল্ক। পরে তিন মাসের জন্য এই শুল্ক স্থগিত রাখা হয়। এরপর ৮ জুলাই ট্রাম্প বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক ৩৫ শতাংশ নির্ধারণের ঘোষণা দেন, যা কার্যকর হচ্ছে ১ আগস্ট থেকে।

এই শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রে চূড়ান্ত আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফলস্বরূপ, বৃহস্পতিবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে এক নির্বাহী আদেশে বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর পরপরই ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন উপদেষ্টা ফাওজুল কবির। তিনি জানান, “প্রধান উপদেষ্টার নির্দেশে আমি শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করি। পূর্বপরিচয় না থাকলেও এক ঘণ্টার খোলামেলা আলোচনায় তার দেশপ্রেম, তথ্য বিশ্লেষণের দক্ষতা এবং যুক্তিহীন কিছু মেনে না নেওয়ার মনোভাব আমাকে মুগ্ধ করে।”

তিনি আরও লেখেন, “ভোলায় একটি ব্যবসায়িক সফরে থাকাকালীন ফোনে তার সঙ্গে প্রথম কথা হয়। পরে আমার অফিসে তিনি সাক্ষাৎ করতে আসেন। অফিসের দেওয়া নাশতা বিনয়ের সঙ্গে গ্রহণ না করে যে আচরণ করেছিলেন, তাতেই তার বিনম্রতা ও দায়িত্ববোধ স্পষ্ট হয়ে ওঠে।”

সর্বশেষে ফাওজুল কবির উপদেষ্টা বশিরউদ্দীনের জন্য দোয়া করে লেখেন, “আল্লাহ তাঁকে হায়াতে তাইয়্যেবা দান করুন, যাতে তিনি দেশকে সেবা দিতে পারেন—হোক তা সরকারে বা বেসরকারি খাতে।”