
বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক এই বছর আরও বেশি সুদৃঢ় হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। সাংহাইয়ে বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ শেষে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। কারণ অনেক চীনা বিনিয়োগকারী তাদের বেশ কিছু সমস্যার কথা বিডাকে জানিয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ‘চীন থেকে বিনিয়োগ সম্ভাবনা অন্যান্য দেশের তুলনায় বেশি। যেহেতু তাদের আগ্রহ বেশি তাই আমরা খুব ওপেন পলিসি দিয়ে অপারেট করার চেষ্টা করছি।’
ভবিষ্যতে দুটো ক্ষেত্রে অনেক সম্ভাবনা আছে। নবায়নযোগ্য শক্তি এবং আধুনিক অর্থনীতি নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের কাজ করার অপার সুযোগ আছে বলেও উল্লেখ করেন তিনি।
দুই দেশেরই মনোভাব খুব ইতিবাচক এবং সহযোগীতামূলক উল্লেখ করে তিনি বলেন, ‘এর থেকে বেশি কিছু কি করা যেতো? আমি মনে করি, অবশ্যই করা যেতো। গত ৫০ বছরে হয়তো আরও অনেক কিছু করতে পারতাম, করা হয় নি। কিন্তু তার মানে এই না যে, ভবিষ্যতের ৫০ বছরে অনেক কিছু করতে পারবো না।’























