মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৯ অগাস্ট ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ


Student DU

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ১২টার দিকে ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল থেকে প্রথম মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শুরু করে। পরে অন্যান্য হলের শিক্ষার্থীরাও মিছিলে অংশ নেন।

এরপর রোকেয়া হল ফটকের তালা ভেঙে হলের নারী শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন।

মিছিলে আন্দোলনকারীরা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’, ‘হলে হলে রাজনীতি, চলবে না চলবে না’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

রাত দেড়টার দিক এই রিপোর্ট লেখার সময়ও ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ চলছিল।

উল্লেখ্য একদিন আগে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আহ্বায়ক কমিটি ঘোষণার করেছে।

নিউজ পাওয়া যায়নি