
রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্ট ২ এর পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
মৃতদেহ দুটি পুরুষের। তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি ছিল পেছনের সিটে। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো তবে শরীরের বাকি অংশ অক্ষত।
টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো গ ৩৬৩৭৪৫।
সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সিকিউরিটি ইনচার্জ মিজান জানান, সকাল ৭টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। ১১টার দিকে বেইজমেন্টে গেলে মরদেহ দুটি দেখতে পান তিনি।




















