
চীনের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান চায়না লেসো গ্রুপকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সাড়ে ১২ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর উভয় পক্ষ লিজ চুক্তিতে সই করে।
প্রতিষ্ঠানটি প্রায় ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগে পিভিসি পাইপ, সৌর প্যানেল, স্যানিটারি সামগ্রী, কিচেন উপকরণ, ওয়াটার পিউরিফায়ারসহ নানা ধরনের নির্মাণ ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে কোম্পানিটির প্রায় ২০ হাজার কর্মী রয়েছে এবং ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ একাধিক দেশে তাদের উৎপাদন কেন্দ্র রয়েছে।
বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘এই জমি হস্তান্তরের মাধ্যমে বেজা বিনিয়োগবান্ধব ও উদ্ভাবনমুখী শিল্প-পরিবেশ তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেল।’
চায়না লেসো গ্রুপের প্রতিনিধি জানান, তারা শুধু আর্থিক লাভ নয়, বরং পরিবেশবান্ধব পণ্য ও নবায়নযোগ্য শক্তি-সংশ্লিষ্ট সাপ্লাই-চেইন প্ল্যাটফর্ম তৈরিতে গুরুত্ব দেবেন।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বর্তমানে প্রায় ১৫টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে এবং আরও কয়েকটি নির্মাণাধীন। সাগরতীরবর্তী ২৫ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে ওঠা দেশের বৃহত্তম এই পরিকল্পিত শিল্পাঞ্চলে নগর ব্যবস্থার সব সুযোগ-সুবিধা রাখা হচ্ছে।























