বুধবার । ডিসেম্বর ১০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৩ অগাস্ট ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার

ড্রোন প্রশিক্ষণ নিতে চীনে যাচ্ছেন ১০ বাংলাদেশি


Drone scholarship

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং ড্রোন প্রযুক্তি ও প্রদর্শনী প্রসারে বাংলাদেশি নাগরিকদের জন্য বিনামূল্যে মাসব্যাপী ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চলের নেতৃত্বে বিভিন্ন পেশার ৯ জন বাংলাদেশি এই প্রশিক্ষণ গ্রহণে দেশটিতে যাচ্ছেন।

বুধবার (১৩ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়া আরও উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ড্রোন নির্মাতা প্রযুক্তি প্রতিষ্ঠান শাংহাই ক্রোস্টারসের প্রচার বিভাগের পরিচালক চাং ইয়ান।

চীনা দূতাবাস ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য একটি বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করবে।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা আগামী ১৫ আগস্ট চীনের শাংহাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে ড্রোন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে চীনের কুয়াংচৌ শহরে পৌছাবেন। সেখানে ড্রোন উড়ানো ও বিভিন্ন ডিজাইনের প্রশিক্ষণ গ্রহণ করবেন। দুটি পর্যায়ে বিভক্ত এই প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ড্রোন তৈরির পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও প্রোগ্রামিং দক্ষতা শেখানো হবে। দ্বিতীয় পর্যায়ে ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলোর জন্য বিশেষভাবে প্রোগ্রামিংয়ের ওপর উন্নত কোর্স করানো হবে। এর পাশাপাশি থাকছে ড্রোন পাইলোট ক্রিয়েটিভ ডিজাইন।
ইংরেজি ভাষায় পরিচালিত এই প্রশিক্ষণে চীনে যাতায়াত, আবাসনসহ সব খরচ বহন করবে চীনা দূতাবাস। যেসব প্রার্থীদের নতুন মিডিয়া আর্ট, ইনস্টলেশন, সৃজনশীল বা এক্সপেরিমেন্টাল আর্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এই প্রশিক্ষণের জন্য অগ্রাধিকার পেয়েছেন।

নিউজ পাওয়া যায়নি