বুধবার । ডিসেম্বর ১০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৭ অগাস্ট ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার

মহাখালীতে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে


mohakhali-fireরাজধানীর মহাখালী এলাকায় ইউরেকা ফিলিং স্টেশনে লাগা আগুন প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তীব্র যানজটের কারণে তাদের গাড়িগুলো পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। শেষ পর্যন্ত রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান সিকদার জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

fire

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে

হঠাৎ অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এর আগে ঢাকার বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প ও গ্যাস লাইনসংলগ্ন এলাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিবারই তদন্তে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি কিংবা অবহেলার বিষয় উঠে এসেছে। মহাখালীর এ ঘটনার পর আবারও ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজ পাওয়া যায়নি