
ফাইল ফটো
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে সংস্থাটির দুই কর্মীর বিরুদ্ধে।
বিমানবন্দর থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বিমানের পক্ষ থেকে পাশাপাশি শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত।
জানা গেছে যেসব চাকা চুরি গেছে সেসব চাকার প্রতিটির দাম (নতুন চাকা) ৫ থেকে ১৫ হাজার মার্কিন ডলার। এসব চাকা আগে উড়োজাহাজে ব্যবহার করা হয়েছিল এবং পরে হ্যাঙ্গারের পাশে অকশন শেডে সংরক্ষণ করে রাখা হয়।
গত সোমবার বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় জিডি করেন। তবে সেখানে সরাসরি ‘চুরি’ শব্দটি ব্যবহার করা হয়নি। জিডিতে উল্লেখ করা হয়, ১৬ আগস্ট (শনিবার) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের অকশন শেড থেকে ১০টি আনসার্ভিসেবল টায়ার খুঁজে পাওয়া যায়নি।
জিডিতে বলা হয়, খুঁজে না পাওয়ার পর বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ইউএস বাংলা এয়ারলাইন্সে কর্মরত (এজিএম) শফিকুল ইসলামকে ১০টি চাকা ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আর এটি ‘যথাযথ কর্তৃপক্ষকে’ না জানিয়ে করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, উড়োজাহাজের চাকা নিখোঁজ হওয়ার বিষয়ে বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।




















