মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৩ অগাস্ট ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

সাংবাদিক বিভুরঞ্জনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন


bibhu Ranjan

বিভুরঞ্জন সরকার

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাজধানীর বাসাবোতে বরদেশ্বরী শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জ থেকে সিদ্ধেশ্বরীর বাসায় আনা হয়। সেখান থেকে সন্ধ্যায় মরদেহ নেওয়া হয় শ্মশানে। সেখানে স্বজন, বন্ধু, সাবেক সহকর্মীরা ফুল দিয়ে তাকে শেষ বিদায় জানান।

এর আগে মুন্সীগঞ্জে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। শনিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের কথা বলে বাসা থেকে বের হন তিনি। তারপর ২৪ ঘণ্টা তার খোঁজ মিলছিল না। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় বিডি নিউজে বিভুরঞ্জন সরকারের একটি লেখা প্রকাশিত হয়। লেখাটি তিনি নিজের শেষ লেখা উল্লেখ করে গণমাধ্যমটিতে পাঠিয়েছিলেন। সেই লেখায় বিভুরঞ্জন সরকার নিজের জীবনের নানা হতাশার কথা তুলে ধরেন।

নিউজ পাওয়া যায়নি