মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৫ অগাস্ট ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
শেয়ার

ঢাকায় ৫ হাজার বছরের পুরনো চীনা শিল্পকর্ম প্রদর্শনী


china photo

ঢাকায় রেডিয়েন্ট স্টারস, লিংচিয়াথান কালচার চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

ঢাকাস্থ চীনা দূতাবাস, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং চীনের আনহুই মিউজিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে ৫ হাজার বছরের পুরনো চীনা শিল্পকর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ছবির মাধ্যমে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্যান্যদের মধ্যে ছিলেন, আনহুই প্রদেশের ভাইস গভর্নর সুন ইয়ং, সংস্কৃতি সচিব মোফিদুর রহমান, বাংলাদেশ-চীন সাংস্কৃতিক, অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সভাপতি ও বিএনপি নেতা আলতাফ হোসাইন চৌধুরী এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং।

নিউজ পাওয়া যায়নি