মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৫ পূর্বাহ্ন
শেয়ার

জাকসুর ফলাফল বিলম্বের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ


Shibir
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন, ডাকসু নির্বাচন গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীরা সেখানকার নির্বাচনে নিজেদের প্রতিনিধি বেছে নিয়েছে। তিনি অভিযোগ করেন, জাকসু নির্বাচনে প্রত্যাশিত অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়নি।

সিবগাতুল্লাহ বলেন, “প্রশাসন নানা টালবাহানা করছে। ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল-সমাবেশ করেছে। এমনকি লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থী কিছু শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের প্রতি ধিক্কার জানাই। আট হাজার শিক্ষার্থীর ভোট নিয়ে দেশ থেকে বিদেশ পর্যন্ত ষড়যন্ত্র চলছে।”

এ সময় আরও বক্তব্য দেন শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী এবং ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।

নিউজ পাওয়া যায়নি