মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শেয়ার

আর্কেশিয়া অ্যাওয়ার্ডে স্বর্ণপদক জিতলেন স্থপতি এনামুল করিম নির্ঝর


Chabi

কোরিয়ায় এশিয়ার স্থপতিদের মহাসম্মেলনে আর্কেশিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ বসত-বাড়ি বিভাগে স্বর্ণ পদক পেয়েছে, সিস্টেম আর্কিটেক্টস এর প্রধান স্থপতি এনামুল করিম নির্ঝর এর নকশা করা স্থাপত্য প্রকল্প ‘চাবি’।

দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে গত ৭-১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়ান কংগ্রেস অব আর্কিটেক্ট শীর্ষক সম্মেলনে তাকে এ বিশেষ সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়।

চাবির অবস্থান ঢাকাযতেই বলা যায়; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরাবো বাজারের কাছে। পাশে শীতলক্ষ্যা নদী। মোট জমির পরিমাণ ৩.৯ বিঘা। এই প্রকল্পটি একটি একক পরিবারের জন্য নির্মিত বিকল্প বাড়ি, যেখানে প্রকৃতি, আলো—বাতাস আর আধুনিক স্থাপত্য মিলেমিশে এক নান্দনিক সৌন্দর্যের রূপ হয়ে উঠেছে।

এনামুল করিম নির্ঝর বলেন, “প্রকল্পটি মূলত মানসিক ও মানবিক স্থাপত্য নকশা চর্চা প্রক্রিয়ার নতুন উদ্যোগ। যেখানে পরিসর, অনুভূতি, প্রকৃতি ও পরিস্থিতির সাথে এক ধরনের সমীকরণ গড়ার চেষ্টা করা হয়েছে। উদ্ভাবনীমূলক এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের স্থাপত্য দর্শককে প্রভাবিত করতে পারে।”

এই স্বীকৃতি শুধু স্থপতির ব্যক্তিগত অর্জন নয় বরং পুরো বাংলাদেশের স্থাপত্যের জন্য এক বিশাল সম্মান। এই স্থাপত্য প্রকল্পটি বাংলাদেশের নামকে আরও উজ্জ্বল হয়েছে বিশ্বমঞ্চে।

তবে, এ অর্জনের পেছনে আরও একজনের নাম কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন নির্ঝর।

“চাবি বাড়িটি যার জন্য বানিয়েছেন সেই এ টি এম মাহবুবুল আলম চৌধুরী, যিনি স্থপতি নির্ঝরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন বলেই বাড়িটি তথাকথিত বাড়ি থেকে ভিন্ন রকম বা জীবন ঘনিষ্ঠ করে নির্মাণ করা সম্ভব হয়েছিলো।”— যোগ করেন তিনি।

নির্ঝর তার স্থাপত্যচর্চা আরও বিস্তৃত করার উদ্দেশ্যে একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করেন যা শুধু স্থাপত্য নকশাতেই সীমাবদ্ধ নয় বরং এটি স্থপতির তত্ত্বাবধানে পুর্নাঙ্গ স্থাপনা তৈরিকে গুরুত্ব দেয়।

তার উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান ট্যাবাকোর সদর দপ্তর, নিনাকাব্য এবং ফেরা। এনামুল করিম নির্ঝর একাধারে স্থপতি, চলচ্চিত্রকার, আলোকচিত্রী, গীতিকার, সুরকার ও লেখক।

নিউজ পাওয়া যায়নি