মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৭ অপরাহ্ন
শেয়ার

৩য় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্ম

দুর্যোগে আগাম সাড়াদান বিষয়ক জাতীয় সংলাপ শুরু


Faruk e ajam

অ্যান্টিসিপেটরি অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্ম শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া দুইদিনব্যাপী এবারের সংলাপের প্রতিপাদ্য ‘বহুমুখী দুর্যোগ প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত এবং স্থানীয়ভাবে পরিচালিত আগাম সাড়াদান কার্যক্রম’।

পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে পূর্বাভাসভিত্তিক কার্যক্রম বাস্তয়নে সক্ষমতা বাড়ানো এই সংলাপের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক), অতিথি ছিলেন অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ আকমাল শরীফ, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি জেস উড, দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের মহাপরিচালক রেজোয়ানুর রহমন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. আজিজুল ইসলাম, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এবং ইউরোপীয় কমিশনের অফিস প্রধান, ডেভিড জাপা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান টাস্কফোর্সের চেয়ারপার্সন কেএম আব্দুল ওয়াদুদ।

উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগ ঝুকির কেন্দ্রবিন্দুতে। তাই এর মোকাবিলার জন্য জনগনের সর্বোত্তম অংশগ্রহ প্রয়োজন যা তাদের চাহিদা পূরণ করবে।

তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম দেশের পথপ্রদর্শক। দক্ষ যুব স্বেচ্ছাসেবকরা যে কোনও সংকটে প্রথম এগিয়ে আসে। সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামকে (সিপিপি) একটি মডেল হিসাবে গ্রহণ করে, আমাদের দেশে স্বেচ্ছাসেবা কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।

দুই দিনব্যাপী এই আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, রেড ক্রস/রেড ক্রিসেন্ট মুভমেন্ট, জাতিসংঘ সংস্থাগুলো, আন্তর্জাতিক-দেশীয় এনজিও, কমিউনিটিভিত্তিক সংগঠন, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি, বেসরকারি সংস্থা এবং সাংবাদিকসহ প্রতিদিন প্রায় ২০০ জন এই অনুষ্ঠানে অংশ নেবেন। সরকার এবং অংশীদারদের সমন্বয়ে আগামী দিনের জন্য প্রতিশ্রুতি এবং মাইলফলক নির্ধারণ করে এবারের আয়োজন শেষ হবে।

নিউজ পাওয়া যায়নি