
সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় নির্বাচনসহ যেকোনো দাবি বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের ম্যান্ডেটের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, “পিআর পদ্ধতির নির্বাচন চাইতে পারে যে কেউ, এতে কোনো সমস্যা নেই। অন্যরা অন্য কিছু চাইতে পারে, আমাদেরও কিছু দাবি থাকতে পারে। কিন্তু যে কোনো দাবি পূরণ করতে হলে তা জনগণের কাছে যেতে হবে এবং নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সেটাই গণতন্ত্র।”
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে রাজধানীর হাতিরঝিলের বাসায় দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। এ সময় নুরের চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির এই নেতা এবং জানান, উন্নত চিকিৎসার জন্য নুর শিগগিরই সিঙ্গাপুর যাচ্ছেন।
আমীর খসরু বলেন, “সব রাজনৈতিক দলের মধ্যে সব বিষয়ে ঐকমত্য হওয়ার কোনো কারণ নেই। কারণ, দল ভিন্ন, দর্শন ভিন্ন, চিন্তাভাবনাও ভিন্ন। তাই মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে এখন দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। এর জন্য গত ১৫-১৬ বছর আমরা ত্যাগ স্বীকার করেছি। কিন্তু নির্বাচন কোনো দলের দাবি পূরণের জায়গা নয়। দাবি থাকলে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে এসে তা বাস্তবায়ন করতে হবে। কেউ যদি এই প্রক্রিয়া অস্থিতিশীল করতে চায়, তবে রাজনৈতিকভাবে তার খেসারত দিতে হবে।”
এদিকে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি ও হাইকমিশনের ডেস্ক অফিসার ডে আর্ন।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।




















