মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শেয়ার

‘ট্রাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন মোস্তাফিজুর রহমান


 

Trab 2

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত “ট্রাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫”-এ সম্মাননা পেলেন বৈশাখী টেলিভিশনের সম্প্রচার ও প্রকৌশল প্রধান মোস্তাফিজুর রহমান। শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ২৬ জন ব্যক্তিকে এ পুরস্কার প্রদান করা হয়।

দীর্ঘ প্রায় দুই দশকের বেশি সময় ধরে দেশের টেলিভিশন খাতে প্রযুক্তি ও সম্প্রচার ব্যবস্থার উন্নয়নে কাজ করে আসছেন মোস্তাফিজুর রহমান। তার কর্মজীবন শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে। পরবর্তীতে তিনি বাংলাভিশনে দায়িত্ব পালনের পর বর্তমানে বৈশাখী টেলিভিশনে সম্প্রচার প্রধান হিসেবে কাজ করছেন। ব্রডকাস্ট প্রযুক্তিকে সময়োপযোগী করে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্ট্যান্ডার্ড ডেফিনিশন (SD) ও এনালগ ট্রান্সমিশন থেকে শুরু করে হাই ডেফিনিশন (HD) ও ডিজিটাল ট্রান্সমিশনে রূপান্তর প্রক্রিয়ায় তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

এছাড়া আইপি টিভি, ওটিটি প্ল্যাটফর্ম এবং ফাইভ-জি ভিত্তিক ট্রান্সমিশন প্রযুক্তি প্রয়োগেও তিনি দক্ষতা দেখিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার খাত আধুনিক আন্তর্জাতিক মানে পৌঁছাতে সহায়তা করেছে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের টেলিভিশন প্রযুক্তিকে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা আমার দীর্ঘদিনের লক্ষ্য। এই স্বীকৃতি আগামীতে আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।

নিউজ পাওয়া যায়নি