মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৮ অপরাহ্ন
শেয়ার

কবি রেজাউদ্দিন স্টালিন শিল্পকলার নতুন মহাপরিচালক


Rezauddin Stalin

কবি রেজাউদ্দিন স্টালিন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি আজ (রোববার) সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

আশির দশকের অন্যতম প্রভাবশালী কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘পূর্ণপ্রাণ যাবে’ (১৯৮৩), ‘দাঁড়াও পথিকবর’ (১৯৮৬), ‘ফিরিনি অবাধ্য আমি’ (১৯৮৫), ‘ভেঙে আনো ভিতরে অন্তরে’ (১৯৮৭)।

কবি রেজাউদ্দিন স্ট্যালিন জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর লিয়াকত আলী লাকী মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি নেন। এরপর ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তবে গত ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন প্রশাসনিক জটিলতা ও সৃজনশীল স্বাধীনতার অভাবের অভিযোগ তুলে। এরপর ৪ মার্চ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন। শেষে, ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

নিউজ পাওয়া যায়নি