মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার

স্ত্রীকে ডিভোর্স নোটিশ পাঠালেন রাজনৈতিক ভাষ্যকার জাহেদ উর রহমান


Dr Zahedur Rahman

ডা. জাহেদ উর রহমান ।। ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান তার স্ত্রী আনা নাসরিনকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে ডা. জাহেদ লিখেছেন, সাম্প্রতিক সময়ে তার স্ত্রীকে ঘিরে যেসব আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা চলছে, সেসব বিষয়ে প্রকাশ্যে আত্মপক্ষ সমর্থন করতে তিনি রাজি নন। তার ভাষায়, ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার চর্চা আমি অরুচিকর মনে করি।

জাহেদ উর রহমান অভিযোগ খণ্ডন করে বলেন, তাকে কেউ ব্ল্যাকমেইল করছে বা করাচ্ছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের প্রচারণা তার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর তিনি স্ত্রীর কাছে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন। তবে এই সিদ্ধান্ত সাম্প্রতিক কোনো ঘটনার কারণে নয়; বরং দীর্ঘদিন ধরে পারিবারিক টানাপোড়েন চলছিল।

পোস্টের শেষে তিনি আনা নাসরিনের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, “আমি আনা নাসরিনের সর্বাঙ্গীন কল্যাণ ও সফল জীবন কামনা করছি।”

তবে আনা নাসরিনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজ পাওয়া যায়নি